রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, যা উদ্ধার হলো

অনলাইন ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৬:০৩
শেয়ার :
রাজশাহীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান, যা উদ্ধার হলো

রাজশাহীর বোয়ালিয়া থানার দরিখরবোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। অভিযানটি গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় শুরু হয়। আটকরা হলেন মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন ও মো. ফয়সাল।

ওই অভিযানে ২টি বিদেশি রিভলবার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারাল ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে—এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং অভিযান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্র, বিস্ফোরক কিংবা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

May be an image of 1 person, lighter and text