গোমস্তাপুরে মাদ্রাসার ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ১৪:৩১
শেয়ার :
গোমস্তাপুরে মাদ্রাসার ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

আজ শনিবার ভোর রাতের দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালী হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

মৃত ওই দুই শিশু শিক্ষার্থী রাধানগর ইউনিয়নের বেগপুর এলাকার সৈয়বুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০) ও লেবুডাঙা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি ( ১২)।

স্থানীয়, পুলিশ, চিকিৎসক ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর হঠাৎ রাত আড়াইটার দিকে দুই শিক্ষার্থী বমি করে পেট ব্যাথার কথা বলে। সে সময় তড়িঘড়ি করে গাড়িতে করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

এদিকে মাদ্রাসার শিক্ষক শাহিদা খাতুন বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে মাদ্রাসার সকল শিক্ষার্থী সুস্থভাবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে জামিলা খাতুন বমির সঙ্গে রক্ত বের করে। তার কিছুক্ষণ পরেই তানিয়া আক্তার নিশিও বমি করে। তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারা কিভাবে মারা গেছে কিছুই বুঝতে পারছি না। তবে তানিয়া খাতুনের একটি হাত ফোলা ছিল। তাদের দুইজনের শরীরে সাপে কাটার কোনো চিহ্নও পাওয়া যায়নি।’

মৃত্যুর কারণ জানতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুল আলিম জানান, হাসপাতালে আসার আগেই জামিলা খাতুন মারা যায়। আর তানিয়া আক্তার নিশি হাসপাতালে আসার পরে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা অস্বাভাবিক মৃত্যু। আর তাদের শরীরে সাপে কাটার মতো কোনো চিহ্নও পাওয়া যায়নি।’

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ঘুমন্ত অবস্থায় অসুস্থ হয়ে দুইজন শিশু বমি করছিল। হাসপাতালে আনার পরেই দুইজনেই মারা গেছে। ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপে কাটার কারণে হয়তো তারা মারা গেছে। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা লাগবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বোঝা যাবে কি কারণে তারা মারা গেছে।’