নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।’
আজ শনিবার দুপুরে শাহজাহানপুর রেলওয়ে আলিয়া হাফিজিয়া মাদরাসায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন চাইলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে পারবে না। এক্ষেত্রে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলমান। ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন হওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত নই।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর দেশের জনগণ নির্যাতিত হয়েছে। খালেদা জিয়ার ওপরও অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে তিলে তিলে মারার জন্য সবকিছুই তারা করেছে। গণতন্ত্রকে ধ্বংস করতেই এমনটা করা হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই আওয়ামী লীগ আমলের সকল খুন হত্যার বিচার করা হবে বলে জানান তিনি।