ভাইরাল ছবিটি তিশার না

বিনোদন প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৫, ১৩:২৭
শেয়ার :
ভাইরাল ছবিটি তিশার না

ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রীকে ‘এডাল্ট’ রূপে তুলে ধরা হয়েছে। দাবি করা হচ্ছে- ছবিটি তিশা! তবে ভাইরাল হওয়া ছবিটি তিশার নয়, বরং সম্পাদিত। 

আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা যায়, নুসরাত ইমরোজ তিশার নামে প্রচারিত এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, অভিনেত্রী তিশার সাম্প্রতিক সময়ে প্রচারিত একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে এই ‘এডাল্ট’ ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে গত ৩১ মে তিশার ফেসবুকে প্রচারিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। যেখানে তিনি Zuton’s Snapshoot নামের একটি প্রতিষ্ঠানের তোলা তার সাম্প্রতিক ফটোশুটের কয়েকটি ছবি প্রচার করেছেন। ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, ওই ছবির অ্যালবামের একটির সঙ্গে তিশার ভাইরাল ছবির বসার ভঙ্গি, চেহারার অভিব্যক্তি, পরিহিত কানের দুল এবং পারিপার্শ্বিক অবস্থার হুবহু মিল রয়েছে।

এ ছাড়া আলোচিত ছবির পোশাকের রঙের সঙ্গে ওই ছবিতে তার পরিহিতি শাড়ির রঙেরও মিল রয়েছে। যা থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমেই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।  

এ ছাড়া তিশার ফেসবুক পেজটি ব্যতীত তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও ওই ছবির অ্যালবামটি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ নুসরাত ইমরোজ তিশার নামে নামে ইন্টারনেট প্রচারিত এই ‘এডাল্ট’ ছবিটি সম্পাদিত।