আসলেই কি টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট দিয়েছিলেন তারকারা?

বিনোদন প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৫, ১৩:০৪
শেয়ার :
আসলেই কি টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে পোস্ট দিয়েছিলেন তারকারা?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস ছিল গতকাল ১৫ আগস্ট (শুক্রবার)। ১৯৭৫ সালের এদিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করছেন। সেই তালিকায় আছে শোবিজ অঙ্গনের তারকারাও।

এই তালিকায় আছেন সুপারস্টার শাকিব খান, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, আজমেরী হক বাঁধন, নাজিফা তুষি, সুনেরাহ বিনতে কামাল, খায়রুল বাসার, সাজু খাদেম, আরশ খান, ইরফান সাজ্জাদ, জাহের আলভী, পিয়া জান্নাতুল, নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন, সুমন আনোয়ার, কণ্ঠশিল্পী কোনাল, ব্যান্ড আর্টসেলের লিড ভোকালিস্ট লিংকন ডি কস্টা, জলের গানের রাহুল আনন্দসহ অনেকেই।

তবে দিন শেষে সেই পোস্টগুলোকে ঘিরে অনলাইনে ছড়িয়ে পড়ে- নির্দিষ্ট কিছু তারকাকে নাকি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছে। গুজব আরো ছড়ায় যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের নামের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে ২০ হাজার টাকার মতো পাঠানো হয়েছে।

বিষয়টি থেকে তারকামহল থেকে ভক্তদের মাঝে তীব্র আলোচনা তৈরি হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। সংস্থাটি জানায়, সেই ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া।

তাদের তদন্তে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ১১ ডিজিটের। এছাড়াও যাচাই করে এই নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্ব পাওয়া যায়নি। সঙ্গে লেনদেনের তথ্যকেও অস্বাভাবিক বলছে রিউমর স্ক্যানার।

তাদের মতে, ভাইরাল হওয়া স্টেটমেন্টে টাকা গ্রহীতার নাম উল্লেখ থাকলেও, এসসিবির আসল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

রিউমর স্ক্যানার জানায়, অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেটের ওপর এসসিবির লোগো বসিয়ে এই নকল স্টেটমেন্ট বানানো হয়েছে। অতীতেও একই ধরনের টেমপ্লেট ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করার নজির রয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, কথিত ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানোর জন্য তৈরি করা হয়েছে।