রুক্মিণী চুপ কেন, জানালেন দেব

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১২:২২
শেয়ার :
রুক্মিণী চুপ কেন, জানালেন দেব

‘ধূমকেতু’র মুক্তির দীর্ঘ অপেক্ষায় দেবের পাশে ছিলেন প্রেমিকা রুক্মিণী মৈত্র। একাধিক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন নায়িকা। তবে সিনেমামুক্তির দিন নীরব ছিলেন তিনি। দেব বা ধূমকেতু নিয়ে কোনো কথাই আসেনি তার কাছ থেকে। এবার এ নিয়ে কথা বললেন দেব।

আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘রুক্মিণী না থাকলে এই সিনেমাটা এত ভালো করে হত না। ও কিন্তু প্রথম দিন থেকে এই সিনেমার সঙ্গে আছে। বাকিদের মতো গত কয়েকদিন রুক্মিণীও একটাই প্রশ্ন করেছে, ‘তুমি খুশি তো’? ও জানে, এই সিনেমার পিছনে আমার ইগো, সম্মান, জেদ, লড়াই- সব উজাড় করে দিয়েছি। বাকি সব কিছু ভুলে গিয়েছিলাম। জানি না আপনারা বুঝতে পারছেন কি না।’

এদিকে চুপ থাকা নিয়ে এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসি, তাই এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছিল তা দেখে খুব হেসেছি। আপনারা চালিয়ে যান। আমাদের সিনেমা হিট করেছেন, তাই সব চলতে পারে, কোনো সমস্যা নেই। দেবকে কোনো দিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।’

উল্লেখ্য, দীর্ঘ প্রতিক্ষার পর মুক্তি পেয়েছে বহুল আলোচিত টালিউড সিনেমা ‘ধূমকেতু’। আর মুক্তির প্রথম দিনেই সিনেমাটি রীতিমতো বাজিমাত করেছে। হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমার ক্ষেত্রে এক বিরল ঘটনা। নির্মাণের ১০ বছর পরে মুক্তি পাওয়া সিনেমার ফলাফল এমন হতে পারে, তা দেখে উচ্ছ্বসিত সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই।

যদিও ‘ধূমকেতু’ এসেছে বেশি চমক নিয়ে। কারণ একসময়ের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী সব ভুলে এক মঞ্চে উঠে এসেছেন প্রচারণায়। বাস্তব জীবনে দুই তারকার প্রেমের সম্পর্ক থেকে বিচ্ছেদ এবং আরও নানা কারণে সিনেমাটির মুক্তি মেলেনি এত দিনে।