মেহেরপুরে বিদেশি পিস্তলসহ আটক ১
মেহেরপুরে বিদেশি পিস্তলসহ ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করেছে যৌথ বাহিনী।
গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে ইমান আলীকে আটক করা হয়।
ইমান আলী মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
সেনাবাহিনী জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে ইমান আলী ওরফে ইমান ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এই সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া পূর্বে ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরক, নাশকতা এবং একাধিক আইন-শৃঙ্খলা লঙ্ঘনসহ মোট ১১টি মামলা রয়েছে।
মেহেরপুরের মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘গতরাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ইমান আলী ওরফে ঈমান ডাকাতকে আটক করেছি। তার বিরুদ্ধে পূর্বে অনেকগুলো মামলা রয়েছে। নতুন করে আরও একটি অস্ত্র মামলা দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে। তাকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’