কবিরহাটে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, গ্রেপ্তার ৩
নোয়াখালী কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে সন্ধ্যা ৬টার সময় ১৫ই আগষ্ট উপলক্ষ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন কার্যক্রম নিষিদ্ধ থাকা স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিন রাতে দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতেই খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ ওসি মো. শাহিন মিয়া নেতৃত্বে এসে ঘটনাস্থল থেকে স্থানীয় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনসহ ৩জনকে আটক করে।
আটককৃতরা হলেন নিজাম উদ্দিন, নজরুল ইসলাম ও মো. করিম। তাদের মধ্যে নিজাম উদ্দিন মসজিদের ইমাম, নজরুল ইসলাম মুয়াজ্জিন এবং করিম ইউনিয়ন যুব লীগের সদস্য।
এদিকে নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ উল্যাহ ঘটনার স্থান পরিদর্শন করেন।
জানা গেছে, মিলাদ মাহফিল করার প্রতিবাদে স্থানীয় যুবদল ও ইউনিয়ন জামায়াতে ইসলামের যুব বিভাগ রাত ৯টার পর প্রতিবাদ মিছিল করে।