সীতাকুণ্ডে পুড়ল জাহাজের নিরাপত্তা সরঞ্জামের ৩ দোকান
চটগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যানঘাটায় এলপিগ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়েছে জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছতে না পারায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টায় চেয়ারম্যান ঘাটায় শিবলুদের মার্কেটের মেরিট জোন জাহাজের মূল্যবান আইটেমের দোকানে গ্যাস বিস্ফোরণে আগুণের সূত্রপাত। আগুন লাগার পর ভয়াবহ রূপধারণ করায় মহাসড়কে চট্টগ্রামমুখী রোডটি যানবাহন আটকে পড়ে গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যানজটেরও সৃষ্টি হয়। এদিকে ফায়ার সার্ভিস খবর পেলেও যানজটের কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর রাত সোয়া ১১টায় আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনতে পেরেছে ফায়ার সার্ভিস টিম। জয়নাল, খোকন ও কামালের ফরেন মার্কেট পুড়ে গেছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতি তিন কোটি টাকা হবে। রাত সোয়া ১১টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনটিতে গাড়ি ধীর গতিতে চলাচল শুরু করে। আগুনও তখন অনেকটা নিয়ন্ত্রনে।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমাদের ২টি গাড়ি ঘটনাস্থলে ছুটে গেলেও মহাসড়কের পাশে আগুন লাগাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের কারণে ফায়ার সার্ভিস টিমের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে। তবে, যানজট এড়িয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। মূলত গ্যাসের দোকান থাকায় আগুণ ভয়াবহ রূপ নেয়।
ক্ষয়ক্ষতি তদন্ত ছাড়া বলতে পারলেও তবে জাহাজের মূল্যবান মালামাল থাকায় ক্ষয়ক্ষতি কিছুটা বেশিই হবে বলে ধারণা করা হচ্ছে।