বৈঠক শেষে ট্রাম্প-পুতিন /

কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ০৮:৩১
শেয়ার :
কোনো চুক্তি হয়নি, তবে অগ্রগতি হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতির কোনো সমঝোতা হয়নি। তবে কিছু ভালো অগ্রগতি অর্জন করেছেন।

অন্যদিকে পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যেন ট্রাম্পের নেতৃত্বে হওয়া শান্তি আলোচনায় বাধা সৃষ্টি না করে কিংবা উসকানি না দেয়।

আলাস্কায় প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর সংবাদমাধ্যমকে দেওয়া এক আপডেটে ট্রাম্প বলেছেন, ‘আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’

অপরদিকে পুতিন বলেছেন, তিনি সংঘাতের অবসান ঘটাতে আন্তরিকভাবে আগ্রহী, তবে আর বিস্তারিত জানাননি।

এদিকে নিজেদের কথা বললেও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেননি দুই নেতা।