শাকিবের ‘প্রিন্স’ সিনেমায় থাকছেন ৩ নায়িকা
নব্বই দশকে ঢাকা শহরের ‘আন্ডার ওয়ার্ল্ড’-এর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’। শাকিব খানের বিপরীতে থাকছেন তিন নায়িকা। সিনেমাটির প্রযোজনা সূত্রে জানা গেল এ তথ্য। সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করেছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।
আবু হায়াত মাহমুদ বলেন, সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্পটি, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন- সবকিছুই থাকবে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। তবে এখনই নায়িকার নাম প্রকাশ করেননি। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এটি মুক্তি পাবে আগামী বছরের ঈদুল ফিতরে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা