বকুল চরিত্রটা আমার মনে চিরকাল থাকবে
সাক্ষাৎকার
সামিরা খান মাহি। ছোটপর্দার এই সময়ের আলোচিত অভিনেত্রী। সম্প্রতি ইশতিয়াক আহমেদের চিত্রনাট্য ও ইমরাউল রাফাতের পরিচালনায় ‘বকুল ফুল’ নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই তিনি রয়েছেন আলোচনায়। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় মাহির সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- জাহিদ ভূঁইয়া
‘বকুল ফুল’ নাটকে মানসিক ভারসাম্যহীন এক মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। এমন চরিত্র ফুটিয়ে তোলা কতটা চ্যালেঞ্জিং ছিল?
বকুল চরিত্রটি আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু সেটা করেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। কেবল অভিনেত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও অনেক কিছু শিখেছি কাজটা করতে গিয়ে। শুটিংয়ের আগে নির্মাতা এবং সহশিল্পী আরশ খানসহ একটা মানসিক হাসপাতালে যাই। সেখানে গিয়ে বকুলের মতো আরও অনেক মানুষ দেখেছি। তাদের কাছ থেকে ছোট ছোট বিষয় আয়ত্ত করি। শুটিংয়ের আগে বকুলের গেটআপ নিতে প্রায় তিন ঘণ্টা সময় লাগত। এ চরিত্রটা আমার মনে চিরকাল থাকবে।
নতুন কী কী কাজ করলেন?
ইশতিয়াক আহমেদের রচনা ও পরিচালনায় ‘মন খারাপের দিনে’ নামের একটি নাটকের কাজ শেষ করেছি। এতে আমার সহশিল্পী আরশ খান। চলতি মাসের শেষ দিকে ‘এটিভি ইউএস’-এর ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হবে। এ ছাড়া অলোক হাসান, ও মহিদুল মহিমের পরিচালনায় কাজ করেছি। শিগগিরই নাটকগুলো প্রচারে আসবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘খুশবু’ নামের একটি দীর্ঘ ধারাবাহিকে যুক্ত হয়েছেন। এটি সম্পর্কে জানতে চাই।
দীপ্ত টিভির জন্য এটি নির্মিত হচ্ছে। পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। আমি সাধারণত ধারাবাহিকে কাজ করি না। তবে ‘খুশবু’র স্ক্রিপ্ট পড়ার পর গল্পটা খুব ভালো লেগে যায়। তাই পরিচালককে আর না করতে পারিনি। নাটকে আমাকে দেখা যাবে তিতলি মির্জা চরিত্রে; যে একজন অভিনেত্রী। তবে পুরো ধারাবাহিকে নয়, প্রথম দিকের পর্বগুলোয় আমাকে দেখা যাবে।
সামাজিক মাধ্যমে আপনার পোস্ট করা কয়েকটি ছবি নিয়ে অনেকে ট্রল করছেন। এই বিষয়ে কী বলবেন?
সকাল আহমেদ পরিচালিত ‘সুইট কলিগ’ নাটকের শুটিং সেটে তোলা ছবিগুলো। প্রচারের অংশ হিসেবে ফেসবুকে দিয়েছি। তবে সেই ছবি নিয়ে যা তুলকালাম হলো! সবার দৃষ্টিভঙ্গি তো আমি ঠিক করতে পারব না। একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক কিংবা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।

আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
কাজের চেয়ে যখন অন্য বিষয় নিয়ে আলোচনা হয়, কেমন লাগে?
কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয়, একদমই ভালো লাগে না। কারণ একজন শিল্পী সব সময় চান যে তার কাজ নিয়ে আলোচনা হোক। কিন্তু সেটা ব্যক্তিগত জীবন নিয়ে হোক, তা কেউ চান না। আমি সব সময় চাই, ব্যক্তিজীবন ও পেশাগত জীবন আলাদা থাকুক। মানুষ কথা বলবে না, তা কিন্তু নয়। পাবলিক ফিগার হলে মানুষ কথা বলবেই। কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি দুটি দুভাবে থাকুক। সে কারণে আসলে বিনোদন অঙ্গনের কারও সঙ্গে প্রেম করা হয়নি।
ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট কোনটি?
আমি মনে করি, যে সময়টায় ‘গার্লস স্কোয়াড’, ‘হাঙর’ করেছিলাম, তখন আরও কয়েকটি নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছি। এরপর থেকে দর্শক আমাকে ভালোভাবে নেওয়া শুরু করেছেন।
‘ওভারট্রাম্প’-এর পর আপনাকে আর ওটিটিতে দেখা যায়নি। বিশেষ কোনো কারণ আছে?
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
ওটিটিতে এখন কাজ কম হচ্ছে। গত কয়েক মাসে প্ল্যাটফর্মগুলোয় নতুন কনটেন্টের সংখ্যাটা হাতেগোনা। আমার অভিনীত ‘ওভারট্রাম্প’ রিলিজ হয় দুই বছর আগে। এর পর কয়েকটি কনটেন্ট নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত করা হয়নি। গল্প ও চরিত্র পছন্দ হলে ওটিটিতে আবার ফিরব। এই মাধ্যমে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।
সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখেন?
সিনেমায় অভিনয়ের স্বপ্ন প্রত্যেক অভিনয়শিল্পীরই থাকে। আমার বড়পর্দায় অভিনয়ের ইচ্ছা জেগেছে ‘হাওয়া’ দেখার পর। কখনও যদি সিনেমায় অভিনয় করি, তাহলে প্রথমটিতে যেন এমন গল্প হয়- সেটাই মনেপ্রাণে চাই। অনেক সুন্দর আর গ্ল্যামার লাগতে হবে, এটা চাই না।