গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

বিনোদন সময় প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ব্যান্ড এলআরবির মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডসংগীতকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করেন আইয়ুব বাচ্চু। অসংখ্য জনপ্রিয় গান এ ব্যান্ডের মাধ্যমে উপহার দিয়েছেন। পাশাপাশি একক ক্যারিয়ারেও পেয়েছেন আকাশছোঁয়া সফলতা। গান গাওয়ার পাশাপাশি সুরকার হিসেবেও সফল ছিলেন এই সংগীতশিল্পী।

ব্যান্ডসংগীতের প্রতি তারুণ্যের জোয়ার ধরে রেখেছিলেন আইয়ুব বাচ্চু। শুধু রক বা ব্যান্ডের গানে সীমাবদ্ধ ছিলেন না তিনি। আধুনিক গান, লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন। চলচ্চিত্রের গানেও পেয়েছিলেন জনপ্রিয়তা।

আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গিটারিস্ট, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক এবং গায়ক। তার প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’র মাধ্যমে সফলতা পান। এরপর এলআরবি ১৯৯২ সালে ‘এলআরবি ১’ এবং ‘এলআরবি ২’ বাংলাদেশের প্রথম ডাবল অ্যালবাম প্রকাশ করেছিল। তৃতীয় অ্যালবাম ‘সুখ’ (১৯৯৩) ছিল অন্যতম ব্যবসাসফল অ্যালবাম।

ব্যান্ডের বাইরেও আইয়ুব বাচ্চুর অসংখ্য গান জনপ্রিয়তা পায়। আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, ‘রুপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি মন’, ‘মাধবী’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বারো মাস’, ‘হাসতে দেখো’, ‘এক আকাশের তারা’, ‘উড়াল দেব আকাশে’ প্রভৃতি।