মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে কেমন ছিল পুতিনের বৈঠক
রাশিয়ার নেতা হিসেবে ভøাদিমির পুতিন দেশকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছরেরও বেশি সময় ধরে। এ সময়ের মধ্যে এই রুশ নেতা পাঁচজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন সময় বৈঠক করেছেন। গতকাল আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক ঘিরে অতীতের এসব বৈঠকও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
জুন ২০০০ : পুতিন-ক্লিনটন : রুশ প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের তিন মাসেরও কম সময়ের মধ্যে পুতিন মস্কোয় মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। এরপর পুতিন ও ক্লিনটনের মধ্যে চারবার বৈঠক হয়।
নভেম্বর ২০০১ : পুতিন-বুশ : ওই বছরের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর পুতিনই প্রথম বিশ্বনেতা, যিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বুশকে ফোন করে সমর্থন জানান। দুই মাস পর বুশ টেক্সাসের ক্রফোর্ডে তার খামারে পুতিনকে আমন্ত্রণ জানান। এরপর ২০০৮ সালে সোচিতে বুশ-পুতিন সর্বশেষ বৈঠক হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জুলাই ২০০৯ : পুতিন-ওবামা : এ সময় পুতিন ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী আর দিমিত্রি মেদভেদেভ ছিলেন প্রেসিডেন্ট। তখন মস্কো সফরে যান ওবামা। ২০০৮ সালে জর্জিয়ায় রাশিয়ার আক্রমণ নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য বেড়ে যায়। এরপর ২০১৩ সালে উত্তর আয়ারল্যান্ডে জি-৮ সম্মেলনে ওবামা-পুতিন বৈঠক করেন। এরপর ২০১৬ সালে নানা ইস্যুতে দূরত্ব থাকার পরও পুতিন-ওবামা শেষ বৈঠক করেন।
জুলাই ২০১৮ : পুতিন-ট্রাম্প : ২০১৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণের দেড় বছর পর হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্প। ট্রাম্প তার প্রথম মেয়াদে পুতিনের সঙ্গে মোট ছয়বার দেখা করেছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
জুন ২০২১ : পুতিন-বাইডেন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেনেভায়। আল জাজিরা