শেখ মুজিবকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যা লিখলেন শাকিব খান

অনলাইন ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১৮:২৭
শেয়ার :
শেখ মুজিবকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যা লিখলেন শাকিব খান

শেখ মুজিবুর রহমান ও শাকিব খান

শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আজ শুক্রবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ শ্রদ্ধাঞ্জলি জানান তিনি। 

শেখ মুজিবের একটি ছবি শেয়ার করে শাকিব খান লেখেন-‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’

শাকিব খান কখনোই সরাসরি কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। চলতি মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান।