মিয়া খলিফার সঙ্গে তুলনা নিয়ে যা বললেন মাহি
চোখে চশমা, হাতে কলম। বসে আছেন একটি অফিসকক্ষে। এমন পোজে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে গত বুধবার দুটি ছবি পোস্ট করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এরপরেই অনেকে সমালোচনা শুরু করে ছবি দুটি নিয়ে। কেউ কেউ তাকে তুলনা করে মার্কিন পর্নতারকা মিয়া খলিফার সঙ্গে। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
ছবি ঘিরে নেতিবাচক মন্তব্যের জেরে ফেসবুকে গতকাল বৃহস্পতিবার মাহি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন মাহি। তিনি বলেন, ‘এটা শুধু একটা নাটকের অংশ। আর তা নিয়ে যা তুলকালাম হলো! এ নিয়ে আর কী বলব? সবার দৃষ্টিভঙ্গি তো আমি ঠিক করতে পারব না। আসলে আমি যা করি তাতেই দোষ।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি জানান, ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’