পাকিস্তানে ভারি বৃষ্টিপাতে ৫৬ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি মৌসুমি বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চলে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন আরও অনেকে।
আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্রাকৃতিক দুর্যোগটিতে পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে ১৬ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে সাত জন প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় মেঘ ভাঙনের ফলে কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়, এতে অন্তত ১৬ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আবহাওয়া বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে এবং জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় অবস্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস