সরকারবিরোধী আন্দোলনে ফের উত্তাল সার্বিয়া
সার্বিয়ায় টানা সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র রূপ নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (তৃতীয় রাতের মতো) দেশজুড়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। দেশটির উত্তরের শহর নোভি সাদে শাসক দলের কার্যালয়ে ভাঙচুর করেন তারা। এই শহরেই নয় মাস আগে শুরু হয়েছিল সরকারবিরোধী আন্দোলন।
সপ্তাহের শুরুতে বড় ধরনের সংঘর্ষে বহু বিক্ষোভকারী আটক ও আহত হওয়ার পরও আন্দোলনকারীরা নতুন করে প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের কাছে আগাম নির্বাচনের দাবি তোলেন।
নোভি সাদ শহরে গত বছর একটি ট্রেন স্টেশনের ছাউনি ভেঙে পড়ে ১৬ জনের মৃত্যু হয়। এতে অবকাঠামো প্রকল্পে দুর্নীতির অভিযোগে জনরোষ ছড়িয়ে পড়ে। ওই শহরেই এবার বিক্ষোভকারীরা শাসক দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)-এর কার্যালয়ে হামলা চালায়, তারা আসবাবপত্র ও নথি নিয়ে যায় এবং প্রবেশপথে রঙ ছিটিয়ে দেয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তারা অফিস ভাঙচুরের সময় প্রেসিডেন্টকে উদ্দেশ করে স্লোগান দেন, বলেন- ‘তার সময় শেষ হয়ে গেছে।’ ঘটনাস্থলে পুলিশ বা প্রেসিডেন্ট সমর্থকদের উপস্থিতি দেখা যায়নি।
এদিকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে শত শত বিক্ষোভকারী এবং এসএনএস সমর্থক শহরের একটি প্রধান বুলেভার্ডে একে অপরের দিকে আগুন এবং আতশবাজি ছুঁড়ে মারে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এবং বিরোধী শিবিরগুলিকে দূরে রাখতে পুলিশ কমপক্ষে দুটি স্থানে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
দেশের বিভিন্ন শহরে একই রকম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।