কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ০৯:৪৪
শেয়ার :
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে মরিয়মের মরদেহ ভেসে ওঠে। চর ফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেলাল ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শিশু মরিয়ম ওই বাড়ির লুৎফুর রহমানের ছোট মেয়ে। লুৎফুর রহমান চাপরাশির হাট পূর্ব বাজারের মুদি ব্যবসায়ী।

নিহতের বাবা লুৎফুর রহমান জানান, দুপুরের কোনো এক সময় পুকুরে ডুবে যায় মরিয়ম। পরিবার অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। পরে বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরে মরিয়মের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।