তাহিরপুরে ইউনিয়ন আ. লীগের সভাপতি আটক

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ০৯:১০
শেয়ার :
তাহিরপুরে ইউনিয়ন আ. লীগের সভাপতি আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন আ. লীগের সভাপতি আতাউর রহমানকে (৬০) আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় বালিজুড়ী বাজার থেকে তাকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। 

জানা গেছে, মো. আতাউর রহমান বালিজুড়ী ইউনিয়নের মৃত হাজী নবী হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বালিজুরী ইউনিয়ন শাখার সভাপতি ও বালিজুড়ী পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্ব ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার তাহিরপুর থানার মামলা নং-১১, তারিখ-১৬/১২/২০২৪খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act,1974; এর তদন্তে সন্দিগ্ধ হওয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।