গাজায় অপুষ্টিতে ৪, ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত
গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ১৩ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া ক্রমবর্ধমান দুর্ভিক্ষের মধ্যে অপুষ্টিতে আক্রান্ত হয়ে আরও চার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
সংবাদ মাধ্যম আল জাজিরাকে ফিলিস্তিনির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর গাজার সিটিতে একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হয়েছেন। এছাড়া শহরের তুফাহ এলাকায় ইসরায়েলি হামলায় আরও দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের জন্য সামরিক বাহিনীর পরিকল্পনা অনুমোদনের পর, এ সিটিতে আক্রমণ তীব্র করা হয়েছে এবং নতুন করে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এই অভিযানের ফলে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণ গাজায় স্থানান্তরিত করার চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জাতিসংঘসহ আন্তর্জাতিকভাবে এই পরিকল্পনার নিন্দা করা হয়েছে। এমনকি ইসরায়েলের নিজস্ব সামরিক বাহিনীর ভেতর থেকেও এর বিরোধিতা করা হয়েছে।
আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন যে, ইসরায়েলি উত্তেজনা বৃদ্ধির ফলে উত্তর গাজার বিশাল অংশ প্রাণহীন মরুভূমিতে পরিণত হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এ আদেশের পর গাজা শহরের ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় রয়েছেন।