একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়: নীরব

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৫, ২২:৫৫
শেয়ার :
একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়: নীরব

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন হবেই। কোনো ষড়যন্ত্র করে তা আটকে রাখা যাবেনা।’

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের গ্রেপ্তারের দাবিতে ও সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।

নীরব বলেন, ‘আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই যে, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন। এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশে কেন, সারা বিশ্ব বা অন্য কোথাও জানা নেই।’

গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন নিয়ে তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল জুলাই-আগস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফল, যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই আন্দোলনের চূড়ান্ত ধাপ ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন, যা আমরা ৫ আগস্ট অর্জন করেছি।’

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এই প্রত্যাশায় সারা দেশের মানুষ অপেক্ষা করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র জোরদার হয়েছে। আমরা চাই একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। জনগণ দ্রুত নির্বাচন চায়, কোনো প্রকার দেরি বা নাটক চায় না।’

বিএনপির এই নেতা বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা সফল হবো, যদি বিএনপি নামক পরিবারের সব সদস্যরা ঐক্যবদ্ধ থাকি। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আশপাশের অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এইসব সুযোগ সন্ধানীদের থেকে আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে।’

বিএনপি আশা করছে, অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানহ্বান জানান বিএনপির এই নেতা।