বাংলাদেশে পুশইন করা নাগরিককে ফেরত নিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ২১:৩৩
শেয়ার :
বাংলাদেশে পুশইন করা নাগরিককে ফেরত নিল ভারত

বাংলাদেশি অভিহিত করে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের কালিয়াচকের বাসিন্দা আমির শেখকে বাংলাদেশে পুশইন করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিএসএফের বিরুদ্ধে আইনি লড়াই শেষে নিজ দেশে ফিরতে পেরেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) কাছ আমিরকে ফিরিয়ে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তুলে দেয় বিএসএফ। পরে তাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ দুই মাস পর বাংলাদেশ থেকে আমিরকে ফেরত নেয় বিএসএফ। গত মঙ্গলবার বিএসএফ তাকে উত্তর ২৪ পরগণনার বসিরহাট থানার পুলিশের হাতে তাকে তুলে দেয়। নথিপত্র খতিয়ে দেখে আমিরকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

আমির শেখ বলেন, “বেশি রোজগারের আশায় রাজস্থানে যাই। বাংলাদেশি সন্দেহে বিএসএফ তুলে নিয়ে যায়। দুই মাস জেল খাটি। তারপর আমাকে বাংলাদেশে পুশব্যাক (বাংলাদেশের ক্ষেত্রে পুশইন) করা হয়।”

আমিরের বাবা জিয়াম শেখ বলেন, “বাংলায় কথা বলায় আমার ছেলেকে গ্রেপ্তার করা হয়। আধার, ভোটার কার্ড দেখানোর পরেও বাংলাদেশি বলা হয়। পরে বাংলাদেশের বিজিবি ফেরত পাঠায়। আমরা এতদিন কান্নাকাটি করেছি। আদালতের হস্তক্ষেপে ছেলেকে ফিরে পেয়েছি। খুব খুশি হয়েছি।”

প্রসঙ্গত, আমির শেখ কাজের খোঁজে রাজস্থানে যান।  বাংলায় কথা বলায় স্থানীয় প্রশাসন তার নথিপত্র বাজেয়াপ্ত করে। প্রায় মাস দুয়েক তাকে আটকে রাখা হয়।

আমিরের পরিবারের দাবি, বিএসএফ তাকে বাংলাদেশ সীমান্তে পুশব্যাক করে দেয়। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। বিএসএফ যদিও ‘পুশব্যাক’-এর অভিযোগ উড়িয়ে দিয়েছে। ভুল করে আমিরই সীমান্ত অতিক্রম করেছেন বলে দাবি করে বাহিনীটি।