তীব্র গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ২৫ শিক্ষার্থী
কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রচণ্ড গরমের কারণে নবম শ্রেণির ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে।
পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত গাজীরহাট আধুনিক মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার পর তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার বলেছেন, ‘গরমে নয় বরং পানিশূন্যতা ও ক্ষুধার কারণেই শিক্ষার্থীরা অসেওয়া হবে।’