ড. শাহদীন মালিককে আইনজীবী হিসেবে নিয়োগ দিল দুদক
দেশের প্রখ্যাত আইনজীবী ড. শাহদীন মালিককে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পক্ষে বাংলাদেশে সুপ্রিম কোর্টে কেস টু কেস ভিত্তিতে মামলা পরিচালনার জন্য তাকে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহম্পতিবার দুদকের প্রসিকিউশন বিভাগের পরিচালক মহাপরিচালক মোহাম্মদ ইকবাল বাহারের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।
শাহদীন মালিককে দেওয়া চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিচারাধীন দুর্নীতি দমন কমিশনের মামলাসমূহ পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩৩ (৩) ধারার বিধান অনুযায়ী অত্র কমিশন আপনাকে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে শাহদীন মালিককে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে বিজ্ঞ আইনজীবী হিসেবে নিয়োগপত্র দেওয়া হলো।
শর্তাবলি:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
১. আপনি কমিশন কর্তৃক নির্ধারিত হারে কেস টু কেস ভিত্তিতে মাসিক সম্মানি প্রাপ্য হবেন।
২. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কমিশনের বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না।
৩. কমিশনে নিয়োজিত থাকাকালে আপনি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
৪. প্রতি বছর জানুয়ারী মাসের মধ্যে কাজের মূল্যায়ন করে আপনার নিয়োগ বহাল রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৫. আপনাকে প্রয়োজনে কমিশনের অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তাকে এজাহার প্রস্তুত ও চার্জশিট দাখিলে সহযোগিতা করতে হবে।
৬. এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী এবং কোনোরূপ কারণ দর্শানো ব্যতিরেকেই কমিশন যে কোনো সময় আপনার নিয়োগ বাতিল করতে পারবে।