তদন্তের আওতায় সাবেক ৩ গভর্নর ও ৪ ডেপুটি গভর্নরের পরিবার
বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও চার ডেপুটি গভর্নরের পাশাপাশি তাদের স্ত্রী–সন্তান ও সন্তানদের স্বামী/স্ত্রীর হিসাবও তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ ছাড়া বিএফআইইউ-এর সাবেক দুই প্রধান এবং তাদের স্ত্রী–সন্তান ও সন্তানদের স্বামী/স্ত্রীর হিসাবও তলব করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে গতকাল বুধবার ব্যাংকগুলোকে হিসাব তলবসংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরিবারসহ যাদের হিসাবের তথ্য চাওয়া তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। আর সাবেক সাবেক চার ডেপুটি গভর্নর হলেন এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান, কাজী ছাইদুর রহমান ও আবু ফরাহ মো. নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী বর্তমানে দুর্নীতি মামলায় কারাবন্দী রয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ ছাড়া বিএফআইইউ-এর সাবেক দুই প্রধান আবু হেনা মো. রাজী হাসান ও মো. মাসুদ বিশ্বাসের তাদের স্ত্রী–সন্তান ও সন্তানদের স্বামী/স্ত্রীর হিসাব তলব করা হয়েছে।