শত্রুতার জেরে প্রবাসীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে পা যখম করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আহত ওই প্রবাসীর নাম শাহ আলম (৪০)।
গতকাল বুধবার সকালে ২ নম্বর বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আজ বৃহস্পতিবার ওই ভুক্তভোগীর ভাই নুরুল আলম দুই জনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, একই এলাকার রাকিব (২০) ও তার বাবা লোকমান (৫০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী শাহ আলমের সঙ্গে অভিযুক্তদের বিদেশি ভিসা সংক্রান্ত আর্থিক লেনদেন ছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মনোমালিন্য দেখা দিলে স্থানীয় সেনা ক্যাম্পে একাধিক বৈঠক হয়। সুরাহা না হলে অভিযুক্ত রাকিব ও লোকমান তাকে হুমকি দিতে থাকে।
ঘটনার দিন সকালে শাহ আলম মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাকিব ও লোকমান গতিরোধ করে লোহার রড ও ধারাল দা দিয়ে উপর্যপরি আঘাত করলে পায়ের গোড়ালিতে গুরুতর জখম হয়। পরে চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত শাহ আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগে ভর্তি করান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামলার বাদী নুরুল আলম বলেন, ‘আসামিরা আমার ভাইকে হত্যার জন্য পরিকল্পিত হামলা করে। এই ঘটনায় আমরা থানায় মামলা করেছি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘এক প্রবাসীকে কুপিয়ে পা অর্ধ বিচ্ছিন্নের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।’