পাকিস্তানে ‍পুলিশকে লক্ষ্য করে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৬:২৩
শেয়ার :
পাকিস্তানে ‍পুলিশকে লক্ষ্য করে হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক জায়গায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে এই হামলাগুলো চালানো হয়। পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা আপার ডির, লোয়ার ডির ও পেশোয়ারে এই হামলার ঘটনা। 

পেশোয়ার পুলিশ থানা ও দুইটি চেকপোস্টে হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা বলছেন, এই হামলায় তাদের একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।  

পরে জানানো হয়, লাজবোক এলাকায় নিরাপত্তা চৌকিতে চালানো হামলায় পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। 

চলতি সপ্তাহের শুরুর দিকেও বাজাউর ও খাইবার জেলাতেও এমন অভিযানের ঘোষণা দিয়েছিল প্রাদেশিক সরকার। তবে তা বাস্তবায়নে ব্যর্থ হয় ‍পুলিশ। সেই সুযোগে সশস্ত্র গোষ্ঠী পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়।