জোর করে অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, দাবি স্ত্রীর

অনলাইন ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৬:০৪
শেয়ার :
জোর করে অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, দাবি স্ত্রীর

গুলশানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে অপুর এ বক্তব্য নিয়েছেন বলে দাবি করেছেন স্ত্রী কাজী আনিশা।

আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আনিশা।  

তিনি বলেন, ৩১ জুলাই রাত সাড়ে ১১টা থেকে ১ আগস্ট সকাল ৭টা পর্যন্ত জানে আলম অপু নিখোঁজ ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে তাকে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় নিয়ে যাওয়া হয় ও জোরপূর্বক ভিডিও করানো হয়।’

কাজী আনিশা বলেন, ‘অপুকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে এ কাজ করানো হয়েছে। ভিডিওতে চাঁদাবাজির পেছনে উপদেষ্টা আসিফ (মাহমুদ) এবং এনসিপির আহ্বায়ক নাহিদের (ইসলাম) নাম বলানোর চেষ্টা করা হয়েছে।’’

তিনি বলেন, ‘ভিডিওটি কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে এবং স্টেটমেন্ট নেওয়ার ১৪ দিন পর তা সামাজিক মাধ্যমে ছাড়ে।’

অপুর স্ত্রী বলেন, গত ৮ আগস্ট কারাগারে অপুর সঙ্গে তাঁর দেখা হয়। তখন অপু তাকে বলেন, ‘আমাকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করা হয়েছে, যেকোনো সময় তা প্রকাশ হতে পারে। কিছু করার থাকলে এখনই কর।’

আনিশা বলেন, ‘মিডিয়ার আমি কাউকে চিনি না। এই যে আপনারা (সাংবাদিক) দাঁড়িয়ে আছেন, এতগুলো চ্যানেল, এগুলো তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলে (দল)।  যখন অপুর এনসিপির ওপর প্রশ্ন আসল, এনসিপির স্বার্থে চলে আসল তখন আমাকে এই খানে নিয়ে আসছে। আমি এতদিনে এই কথাগুলা বলার মানুষ পাচ্ছিলাম না।’  

শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির প্রসঙ্গে আনিশা বলেন, ‘অপুর জীবনের প্রথম ভুল হিসেবে ক্ষমা করে দিন। অপু চাঁদাবাজ না।’

প্রসঙ্গত, গতকাল জানে আলম অপুর ৩৫ মিনিটের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে তিনি অভিযোগ করেন, গুলশানে শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ব্যাপারে অবগত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।