ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৪:৩৮
শেয়ার :
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

আবারও ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়মিতবাবেই গাজায় ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়ে আসছে। তবে তা বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিহত করে ফেলছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।  

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বিমান বাহিনীর কথা উল্লেখ করে বলেছে, ‘কিছুক্ষণ আগে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আইডিএফ প্রতিহত করেছে।

গত ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিয়মিতভাবেই হুতিরা ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে। এ ছাড়া লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি জাহাজ টার্গেট করে একাধিক হামলা চালিয়েছে তারা।