নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

সাভার প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৩:৩৭
শেয়ার :
নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি ঘোষণা

আশুলিয়ায় বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে আশেপাশের ১৫টি শিল্প কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ইটখোলা এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।  

এর আগে গত বছরের ২ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাসা গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। এরপর থেকেই নানা সংকটের মুখে পড়ে গ্রুপের একাধিক শিল্প কারখানা।

শিল্প পুলিশ জানায়, অনিবার্য কারণ দেখিয়ে নাসা গ্রুপের নাসা সুপার কমপ্লেক্সে গত ১০ আগস্ট থেকে ছুটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার শ্রমিক কাজে যোগ দিতে এসে কারখানায় ফটকে বর্ধিত বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে যায়। আগামী ১৮ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করার ঘোষণা দেখে ক্ষিপ্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন ৮ হাজার শ্রমিক একযোগে সড়কে নেমে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানায়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আশেপাশের আরও ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ঘিরে শিল্পাঞ্চল নতুন করে অস্থিতিশীল করার পায়ঁতারা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।