তাহসান-মিথিলার কন্যাকে নিয়ে সৃজিতের পোস্ট
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালে। এরপর তাদের সংসারে আসে কন্যাসন্তান আইরা তেহরীম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। এরপর থেকেই যৌথভাবে মেয়ের দায়িত্ব পালন করে আসছেন তারা।
এদিকে, বিচ্ছেদের দুই বছর পর ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে হয় মিথিলার। আর সেই সূত্র ধরে আইরার সঙ্গে সৃজিতের বন্ধুত্ব গড়ে উঠে। সম্প্রতি প্রাক্তন তারকা দম্পতি তাহসান-মিথিলার পথ ধরেই অভিনয়ে নাম লিখান কন্যা আইরা। কাজ করেন মায়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে। আর সেই বিজ্ঞাপনের ভিডিও নিজের ফেসবুক শেয়ার করে সৃজিত লিখেছেন ‘আয়রু তুমি রকস্টার…’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দাম্পত্যের সমীকরণ যেমনই হোক না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এই পোস্ট আবারও প্রমাণ করল মেয়ের প্রতি বাবার ভালোবাসা অটুট, আর সৃজিতের কাছে আইরা সবসময়ই তার ‘রকস্টার’। সৃজিত ভক্তরা সেই পোস্টে কমেন্ট করে অনেকেই ছোট্ট আইরাকে উৎসাহ দিয়েছে। আবার অনেকেই সৃজিতের পোস্টটি শেয়ার করছেন নানা ইতিবাচক কথা লিখে যাচ্ছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট