গাজার শিশুদের পাশে ম্যাডোনা

বিনোদন সময় ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
গাজার শিশুদের পাশে ম্যাডোনা

দীর্ঘদিন ধরে গাজাবাসীর ওপর অমানবিক বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল। এই আগ্রাসনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। সেই শিশুদের জন্য মন কাঁদছে ম্যাডোনার। কোমলমতি শিশুদের কষ্ট মার্কিন পপ কুইন কোনোভাবেই সহ্য করতে পারছেন না।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘একজন মা হিসেবে তাদের কষ্ট দেখে কোনোভাবেই নিজেকে আটকাতে পারছি না। এই শিশুরা আমাদের সবার। আমি কারও দিকে আঙুল তুলছি না, দোষারোপ করছি না কিংবা পক্ষ নিচ্ছি না। সবাই কষ্ট করছে। জিম্মিদের মায়েরাও। আমি প্রার্থনা করি, যেন তারাও মুক্তি পায়।’

পোপ লিওর প্রতি আবেদন জানিয়ে পপসম্রাজ্ঞী বলেন, ‘আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণ খুলে দেওয়া দরকার। দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আপনার শিশুদের কাছে আলো পৌঁছে দিন।’

প্রায় দুই বছর ধরে গাজায় আগ্রাসন চলছে। সেখানে কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখার ফলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। শিশুরা অনাহার এবং অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। দায়িত্ব নেওয়ার পর থেকে পোপ লিও ফিলিস্তিনিদের সমর্থন করে বিবৃতি দিয়ে যাচ্ছেন। সে কারণেই হয়তো ম্যাডোনা ভরসা করে জানালেন এমন আহ্বান।