বাঁচতে চান সালাউদ্দিন, প্রয়োজন অর্থ সহায়তা
মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়ছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার মো. গাজী সালাউদ্দিন (২১)। তার পুরো শরীরেই ছড়িয়ে পড়েছে ক্যানসার। ছেলের চিকিৎসা করাতে অর্থ-সম্পদ সব শেষ করেছেন শুকুর আলী। এখন অর্থের অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না তিনি।
বাবা-ছেলের এই পরিস্থিতি হয়তো কেটে যেতে পারে হৃদয়বান মানুষের অর্থ সহায়তায়। সালাউদ্দিনকে বাঁচাতে তাই সবার কাছে হাত বাড়িয়েছেন তার বাবা।
শুকুর আলী জানান, সালাউদ্দিনের বাম পায়ে ক্যানসার ধরা পড়ে ২০২১ সালে। রংপুর ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তারা। ঢাকায় পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার ‘ক্লিয়ার সেল সারকমা’ ধরা পরেছে। পরে সেটি ডান পা, পরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে ছেলেকে ভারতেও নিয়ে যান। কলকাতার ঠাকুরপুকুরে সুরজ গুপ্ত ক্যানসার হাসপাতালে তার চিকিৎসা চলে। সেখানে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়। কিছু দিন পরে আবার রোগীকে নিয়ে যেতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু টাকার অভাবে আর ভারতে নিতে পারেননি।
শুকুর আলী আরও জানান, ছেলেন পেছনে প্রায় ২০ লাখ টাকা খরচ করে ফেলেছেন তিনি। এখন টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারছেন না। তাই ছেলের চিকিৎসা চালিয়ে নিতে সবার কাছে অর্থ সহায়তা চেয়েছেন তিনি।
যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা:
০১৭২৫৪২৪১১০ (বিকাশ ও রকেট)।
ব্যাংক হিসাব নম্বর: ২০৫০৭৭৭০২১৮৩৪৭৯৬৯, হিসাবধারী: মো. শুকুর আলী, ইসলামী ব্যাংক পিএলসি,জায়গীরহাট শাখা, মিঠাপুকুর, রংপুর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার