সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৯:৪৩
শেয়ার :
সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না: শিক্ষা উপদেষ্টা

দেশের এমপিওভুক্ত এত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকার জাতীয়করণ করতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তবে অন্য যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে বৈঠকে জাতীয়করণ প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

বৈঠকে উপস্থিত শিক্ষক নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘অন্তর্বর্তী সরকার এমপিওভুক্ত এতসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না। এটা অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং ইস্যু। এটা করা ইন্টেরিম গভর্মেন্টের (অন্তর্বর্তী সরকার) পক্ষেও সম্ভব নয়। নির্বাচিত রাজনৈতিক সরকার এটা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের অন্য যেসব দাবি আছে- সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। বাড়িভাড়া, চিকিৎসাভাতা ইত্যাদি অন্তর্বর্তী সরকার বিবেচনা করবে। সেটাও যদি একবারে চাপিয়ে দেন, তাহলে আমরা পারব না। এটা করতে হবে ধাপে ধাপে। আমরা ধাপে ধাপে শিক্ষকদের সমস্যা ও সংকটগুলো নিসরনের চেষ্টা করব।’

উল্লেখ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের কয়েক হাজার শিক্ষক সমবেত হন। এ সময় পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

সমাবেশে শিক্ষক নেতারা জানান, পূর্ববর্তী সরকার বারবার আলোচনার পরও তাদের দাবি মেনে নেয়নি। রাজধানীতে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচিও ফলপ্রসূ হয়নি। এবার প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ক নিয়োগ করে আগেভাগেই বাস রিজার্ভসহ সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করেন তারা। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবী নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অংশ নেন।

সমাবেশে বিএনপি, জামায়াত ও বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারাও একাত্মতা জানিয়ে বক্তব্য দেন। সমাবেশ থেকে শিক্ষকরা তাদের দাবি পূরণে এক মাসের আল্টিমেটাম ঘোষণা করেন।

এদিকে, সমাবেশ চলাকালে আজ দুপুরে ১২ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সচিবালয়ে গিয়ে বৈঠক করেন। এ সময় সার্বজনীন বদলির জন্য ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

সভা সূত্র জানায়, সার্বজনীন বদলি কমিটির সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মিজানুর রহমানকে; যেখানে সদস্য সচিব করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এছাড়াও সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সদস্য রাখা হয়েছে।