চ্যালেঞ্জ করেও ফেল এসএসসি পরীক্ষার্থী, চিরকুট লিখে ‘আত্মহত্যা’

উল্লাপাড়া প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৮:৪২
শেয়ার :
চ্যালেঞ্জ করেও ফেল এসএসসি পরীক্ষার্থী, চিরকুট লিখে ‘আত্মহত্যা’

চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাস না করায় নিজ ঘরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

বৃষ্টি দাস (১৫) নামের ওই শিক্ষার্থী একই এলাকার জীবন দাসের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে হতাশায় ছিলো বৃষ্টি দাস। পুনরায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরিক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ হয়। এতেও তার পাস না আসায় আজ বুধবার বেলা ১০টার দিকে ভাড়াটিয়া বাড়ির নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর দিলে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।