অটোরিকশা ছিনিয়ে নিতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর কেরানীগঞ্জে অটোরিকশা ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। আজ বুধবার ভোরে কেরানীগঞ্জের কালিন্দি বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শুকুরাতাইন গ্রামের আছর উদ্দিনের ছেলে। তিনি চরাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে কালিন্দি বালুর মাঠ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিহতের স্ত্রী প্রিয়া বলেন, ‘গতকাল সন্ধ্যায় রুবেল বলে গেছে, এখনো জমার টাকা ওঠেনি, জমার টাকা উঠলেই রিকশা গ্যারেজে রেখে বাসায় আসবে। এরপর থেকে আর কোনো খবর নেই। রুবেল মোবাইল ফোন ব্যবহার করে না। সকালে গ্যারেজমালিক আমাকে জানায়, রুবেল সড়ক দুর্ঘটনা করেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামীর নিথর দেহ পড়ে আছে। স্বামী হত্যার বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘ছিনতাইকারীরা মূলত অটোরিকশাটি ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের হাতে কোপ দিয়েছে। এতে তার হাতের রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তবে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিতে পারেনি। রুবেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারা পালিয়ে যায়। ঘটনাস্থলে আশপাশের এলাকার সিসি ফুটেজ উদ্ধার করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’