পঞ্চগড়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ
পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত দিয়ে শিশু ও নারীসহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোররাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৭ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশইন করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
তাদের মধ্যে ১৩ জন নারী, ৯ জন পুরুষ ও একজন শিশু। তারা সবাই যশোর, সাতক্ষীরা, লালমনিরহাট ও নড়াইল জেলার বাসিন্দা। তারা ভারতের মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন।
বাংলাদেশের প্রায় ২ কিলোমিটার অভ্যন্তরে তাদের আটক করে হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। পরে খবর দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদের স্থানীয় ঘাগড়া সীমান্ত ফাঁড়িতে ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে পরে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বলেন, ‘ভোরে হাড়িভাসা বাজারে ১৮ জন নারী-পুরুষ ঘোরাঘুরি করছিল। হাড়িভাসা বাজারের নিরাপত্তা প্রহরী ও গ্রাম পুলিশ সদস্যরা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। এছাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোতবাহাদিপাড়া এলাকা থেকে আরো ৫ জনকে আটক করে ইউপি সদস্যর মাধ্যমে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের খবর দিলে তাদের উপস্থিতিতে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।’
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘পুশইন সংক্রান্ত আটক ২৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় যাচাই-বাচাই করা হচ্ছে। পরবর্তীতে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
প্রসঙ্গত, গত তিন মাস আগে ১১ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৬৬ জনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ।