জাতীয়করণ দাবি /

সরকারকে ১ মাসের আলটিমেটাম শিক্ষকদের

অনলাইন ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ১৬:৫৬
শেয়ার :
 সরকারকে ১ মাসের আলটিমেটাম শিক্ষকদের

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি করে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে ‘দৃশ্যমান ও যৌক্তিক’ পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক শেষে জাতীয় প্রেসক্লাবের সমাবেশস্থলে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা।

জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক, এটা শিক্ষা মন্ত্রণালয়ও স্বীকার করেছে, কিন্তু তারা যৌক্তিক দাবি পূরণে গড়িমসি করছে। আমরা দাবি আদায়ে ৩০ দিন সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাব।’

তিনি বলেন, ‘আমাদের পরবর্তী সেই সর্বাত্মক কর্মসূচি হবে ক্লাস-পরীক্ষা বর্জন, তথা শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি। ১৪ সেপ্টেম্বরের মধ্যে দাবি না মানলে ১৫ সেপ্টেম্বর এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি করা হবে।’

এর আগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই কর্মসূচিতে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারী জনসাধারণ।

সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপরীত দিকে যানবাহন চলে ধীর গতিতে। ঘটনাস্থলে ও আশপাশে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।