৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে তিন শিশুসহ এক পরিবারের ৫ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার সকালে সীমান্তের ২৮১/৫৪ নম্বর পিলারের কাছাকাছি দুই দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। পরে আজ দুপুরে তাদের পাঁচজনকে পাঁচবিবি থানায় হস্তান্তর করেছে বিজিবি।
হস্তান্তরকৃতরা হলেন- মো. মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), তাদের তিন সন্তান রমজান মোড়ল (৮), মুসকান মোড়ল (৫) ও আমেনা (২)। তারা খুলনা শহরের টুটপাড়া মহল্লার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া সীমান্ত পিলার ২৮২/৪৩ থেকে প্রায় আটশ গজ ভেতর থেকে ওই পাঁচজনকে আটক করে বিএসএফ। তারা ২০২০ সালে ভারতের কেরেলা রাজ্যের এন্নাকুলাম নামক এলাকায় একটি ভাঙারি দোকানে কাজ করতেন তারা। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে। পরে আজ বুধবার সকাল দশটায় দুই দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ের বৈঠকের পর আটক পাঁচজনকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ দৌলা বলেন, ‘পাঁচজনকে গ্রহণের পর তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘বিজিবি আজকে দুপুর পাঁচ জনকে থানায় হস্তান্তর করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দম্পতি জানিয়েছেন, তারা গরীব মানুষ। পাঁচ বছর আগে সন্তানের চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরেননি। প্রায় এক মাস আগে বিএসএফ তাদের আটক করেছিল। এরপর তাদের দেশে পাঠানোর জন্য বেনাপোল সীমান্তে নিয়েছিল। সেখান থেকে প্রায় এক সপ্তাহ আগে কয়া সীমান্তে আনা হয়। আজকে সকালে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।’