লালমনিরহাটে পুশ-ইন প্রচেষ্টা, ৯ বাংলাদেশি নাগরিক আটক
ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ৯ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ-ইনের সময় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ২ শিশু রয়েছে।
আজ বুধবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মো. মোশাররফ হোসেন (৫০), তার স্ত্রী মোছা. পারভিন আক্তার (৪০) এবং তাদের ৩ ছেলে- মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪), ও মো. সজীব আলী (১৬)। এছাড়া মোশাররফ হোসেনের মা মোছা. কোহিনূর নেছা (৭০) ও মো. রাব্বি হোসেনের স্ত্রী মোছা. বর্ষা আক্তার (২২) এবং তাদের ২ শিশু সন্তান মো. রেহান হোসেন (১৮ মাস) ও মোছা. জয়া খাতুন (৩)।
আটককৃতদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।
বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানে গুজরাট প্রদেশের শচীন এলাকায় হকারি ব্যবসা করতেন। পরবর্তীতে ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বুধবার বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।