‘মার্শাল কিং’ নিয়ে ফিরছেন রুবেল
চিত্রনায়ক রুবেল ৩০ বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে যুক্ত। ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশি সিনেমায় তুমুল জনপ্রিয়তা পায় কুংফু-ক্যারাতে তথা মার্শাল আর্ট। এই মার্শাল আর্ট দিয়েই একসময়ের তুমুল জনপ্রিয়তা পান তিনি। এত দিনেও সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি। কিন্তু দীর্ঘদিন ধরে বড়পর্দায় দেখা যায়নি তাকে। এবার রুবেল ভক্তদের জন্য সুখবর রয়েছে। নতুন সিনেমায় অভিনয় করেছেন তিনি।
‘মার্শাল কিং’ নামে সিনেমাটি নির্মাণ করছেন মিজানুর রহমান শামীম। এতে সেই পুরনো রুবেলকে পাওয়া যাবে। পর্দায় আসবেন মার্শাল আর্টের জাদু নিয়ে। এরই মধ্যে সিনেমাটির শুটিংয়ের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিনেমাটি নিয়ে নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, “ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার প্রযোজিত ‘মার্শাল কিং’ সিনেমার শুটিং করছি। সিনেমাটি ধারাবাহিক সিনেমা। সব ঠিক থাকলে সিনেমাটির প্রথম গল্প অক্টোবরে সিনেমাহলে দেখতে পারবেন। জয় হোক বাংলা সিনেমার। জয় হোক মার্শাল আর্টের।”
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অভিনেতা রুবেল বলেন, ‘এখন শুটিং চলছে। গল্পটা কী সেটা তো বলা যাবে না। তবে আমার যারা ভক্ত আছেন তারা আমাকে আবার সেই পুরনো রূপে দেখতে পাবেন। এই সিনেমাটি দিয়ে আমার প্রত্যাবর্তন হচ্ছে বলা যায়।’
রুবেলকে সর্বশেষ রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে দেখা গেছে। যার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেতা। তবে সেই সিরিজে নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট নন তিনি। জানিয়েছেন, তাকে কাজটিতে ভালোভাবে ব্যবহার করা হয়নি। নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এখন পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি, যার বেশির ভাগই বক্স অফিসে সাফল্য পেয়েছে।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
তার প্রযোজিত ও পরিচালিত সিনেমার মধ্যে আছে ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’, ‘বিষাক্ত চোখ’, ‘রক্ত পিপাসা’, ‘সিটি রংবাজ’, ‘খুনের পরিণাম’, ‘অন্ধকারে চিতা’, ‘চারিদিকে অন্ধকার’।