সিনেমার ফেরিওয়ালা তারেক মাসুদ

বিনোদন সময় প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৫, ০০:০০
শেয়ার :
সিনেমার ফেরিওয়ালা তারেক মাসুদ

আমাদের চারপাশের জীবনটাকে সচেতনভাবে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন তারেক মাসুদ। গুণী এই পরিচালক ২০১১ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আজ তার ১৪তম মৃত্যুবার্ষিকী। তারেক মাসুদ ছিলেন সিনেমার ফেরিওয়ালা। জীবনের রঙ আর স্বাদ ছেনে সিনেমা বানাতেন। তারপর সাদর আগ্রহ নিয়ে সেই ছবি মানুষকে দেখাতেন, দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে, কখনও বা সীমানা ছাড়িয়ে।

১৯৫৭ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গায় জন্ম নেওয়া তারেক মাসুদের বাল্যকালের অধিকাংশ সময়ই কেটেছে মাদ্রাসায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মাদ্রাসা শিক্ষার সমাপ্তি ঘটে তার। যুদ্ধের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি নেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়েন বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গে।

নিজের এক লেখায় তারেক মাসুদ বলেছিলেন, “আমি ভালো-মন্দ কোনো সিনেমা দেখিনি। ‘পথের পাঁচালী’ আমাকে দুটি কারণে বিস্মিত করেছে। একটি ছবি কী করে আমার জীবনের এত কাছাকাছি হতে পারে!” সিনেমার নায়ক অপুর সঙ্গে নিজের আশ্চর্য মিল খুঁজে পেয়েছিলেন তিনি।

বাস্তবে এই নির্মাতা ঠিক একই রকম লাজুক আর ভীরু ছিলেন। ১৬ মিলিমিটার প্রজেক্টরে তার প্রথম দেখা চলচ্চিত্র ছিল ‘পথের পাঁচালী’। এরপর একাধিক প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন তারেক মাসুদ।