বেলুচিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা, ৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ২২:৪৯
শেয়ার :
বেলুচিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা, ৯ সেনা নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার এক সরকারি কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

ওয়াশুক জেলার একজন সিনিয়র কর্মকর্তা জানান, বহু সংখ্যক সন্ত্রাসী একটি পুলিশ স্টেশন এবং সীমান্ত রক্ষী বাহিনীর ঘাঁটিতে হামলা চালায়।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পথে সন্ত্রাসীদের হামলার শিকার হয়। সন্ত্রাসীরা ৯ জন সেনাকে হত্যা করে।’