নাইজেরিয়ায় সেনা-সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষ, নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৫, ১৭:২৫
শেয়ার :
নাইজেরিয়ায় সেনা-সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষ, নিহত শতাধিক

নাইজেরিয়ায় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর দাবি, সংঘর্ষে শতাধিক অপরাধীর মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে একাধিক অপরাধী গোষ্ঠী সক্রিয় বলে দাবি তাদের। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সেনার সঙ্গে সশস্ত্র অপরাধী গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে জামফারা অঞ্চলে। সেনা বিমান এবং স্থল সেনা নিয়ে গিয়ে ওই অঞ্চলে হামলা চালায়। 

গত রবিবার সকাল থেকে এই হামলা শুরু হয়। সেনাবাহিনীর দাবি, প্রায় ৪০০ সশস্ত্র ব্যক্তি একটি স্থানীয় গ্রামে হামলার পরিকল্পনা করেছিল। সেনার কাছে সেই খবর পৌঁছানোর পরেই পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। 

মধ্য এবং উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় এই ধরনের বেশ কিছু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় বলে জানিয়েছে নাইজেরিয়ার প্রশাসন। স্থানীয় মানুষ এদের ডাকাত বা ব্যানডিট বলে ডাকে। বিভিন্ন গ্রামে ঢুকে তারা লুঠতরাজ চালায় বলে অভিযোগ। সময় সময় গ্রামের মানুষকে হত্যাও করা হয়। সরকার দীর্ঘদিন ধরেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে।