সড়কে প্রাণ গেল শিশুসহ ৩ জনের

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০২৫, ১৬:৫৯
শেয়ার :
সড়কে প্রাণ গেল শিশুসহ ৩ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে পৌর শহরের গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের খলসি মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন ইসলামপুর দাখিল মাদ্রাসার সুপারের সহকারী ও সামপারা ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের জাহিদুল ইসলাম জাহিদ, রাজাহার ইউনিয়নের কুকরাইল চাপড়া পাড়া গ্রামের নুরুন্নবী ও রাফি। 

পুলিশ জানায়, আজ দুপুরে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের পৌর শহরের খসলি মৌসুমী তেলের পাম্পের সামনে গোবিন্দগঞ্জগামী একটি ইজিবাইক একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই শিশুসহ তিনজন মারা যান। এ ছাড়া আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।