দুই ব্যান্ড তারকার গল্পে রাফীর সিনেমা

বিনোদন প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ১৪:৩১
শেয়ার :
দুই ব্যান্ড তারকার গল্পে রাফীর সিনেমা

বাংলাদেশের রক ও মেটাল সংগীতের দুই তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন আর ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী। হরর সিনেমা দেখার পাশাপাশি দুই বন্ধুর রয়েছে ভূতপ্রেম। ভূত দেখার আশায় দেশের প্রায় প্রতিটি জেলায় তারা ঘুরে বেড়িয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে একসময় আরেক বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন রেডিও শো ‘ভৌতিস্ট’। এবার শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। নাম ‘আন্ধার’। আর এটি নির্মাণ করবেন রায়হান রাফী।

সুমন ও শাকিবের সঙ্গে ‘আন্ধার’র গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরী জানান, রেডিও শো ভৌতিস্ট থেকেই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল।

তার কথায়, ‘এটা হচ্ছে আমার এবং সুমন ভাইয়ের ড্রিম প্রজেক্ট। এর উৎপত্তি হয়েছিল ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময়। অদ্ভুত, অতিপ্রাকৃত ও অসাধারণ গল্প সুমন ভাই, জিবরান ও আমার খুব পছন্দ। ওইখান থেকেই ভৌতিস্টের জন্ম। আমরা অনুষ্ঠানটিতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বলতাম। সে সময় এই গল্পটা আমার মাথায় এসেছিল। পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। কিন্তু কাজটা আগায়নি। কারণ, সুমন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা আবার মাথাচাড়া দিয়েছে এখন।’

সিনেমার গল্প নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না শাকিব চৌধুরী। জানান, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হবে এটি।

শাকিব বলেন, ‘আন্ধার সিনেমার মূল গল্প লিখেছি আমি এবং আদনান আদিব খান। আর গল্পের গুরুত্বপূর্ণ ২০ ভাগ সুমন ভাইয়ের। আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার, ইমোশন থাকবে। এখানে চরিত্রগুলো আমাদের মতোই হবে। কিন্তু মেকিংটা হবে আন্তর্জাতিক মানের।’

জানা গেছে, ‘আন্ধার’ তৈরি হবে ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাদের সঙ্গে আরও আছেন সারাহ আলী। আর শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা আসছে। তখনই জানা যাবে অভিনয়শিল্পীদের নাম। সব ঠিক থাকলে আগামী মাসেই শুটিং শুরুর পরিকল্পনা করছেন তারা।