লোহাগাড়ায় ইউপি সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ
চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চাকফিরানী কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক আহমদ (৫০), তার ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩) ও মো. ফয়সাল (২৬)।
আহত ফয়সালের ভাষ্যমতে, রাতে দোকান বন্ধ করে ফেরার পথে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিক আহমদ ও মিশাল গুলিবিদ্ধ হন। মোটরসাইকেল থেকে পড়ে গেলে রফিক আহমদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে লক্ষ্য করে আরও গুলি ছোঁড়া হয়। পরে আহতদের বাড়িতে নেওয়ার পরও গুলি চালানো হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে সেনাবাহিনীর টহল দল ও লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, রফিক আহমদের দুই পা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অপর দুইজন ছররা গুলিতে আহত হয়েছেন। তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।