বেলা ও বিকেল হলেন তারা

বিনোদন প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ১২:৩৭
শেয়ার :
বেলা ও বিকেল হলেন তারা

একুশে পদকপ্রাপ্ত জীবন্ত দুই গুণী কিংবদন্তি শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত। দীর্ঘ অভিনয় জীবনে একসঙ্গে কাজ করেছেন বহুবার। এবার আবারও এক ফ্রেমে ধরা দিলেন তারা। অভিনয় করলেন বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’য়। এর নাম ভূমিকায় দেখা যাবে তাদের।

এতে দিলারা জামান অভিনয় করেছেন বেলা চরিত্রে আর আবুল হায়াতকে দেখা যাবে বিকেল’র ভূমিকায়। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম।

নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মূলত বেলা ও বিকেলের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। গল্পের প্রয়োজনে অন্যান্য চরিত্রও গুরুত্ব পেয়েছে। দিলারা ভাবীর সঙ্গে বহু নাটকে একসঙ্গে অভিনয় করেছি। তবে নাটকের নাম ভূমিকায় এর আগে সম্ভবত আমরা একসঙ্গে কাজ করিনি। যে কারণে এ নাটকে কাজ করতে বেশ ভালো লেগেছে। নাটকে নাবিলা, তানভীরও বেশ চমৎকার অভিনয় করেছে। সবমিলিয়ে পরিচালক শামীম চেষ্টা করেছে নাটকটি যত্ন নিয়ে নির্মাণ করতে। আশা করি, প্রচারে এলে গল্পটি দর্শকদের ভালো লাগবে।’

দিলারা জামান বলেন, ‘এখনো সুস্থ আছি ভালো আছি, নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনে কাজ করতে পারছি- এটাই আসলে অনেক বড় বিষয়। কারণ বয়স তো আর কম হলো না। তার পরও ঠিকঠাক মতো এখনো কাজ করতে পারছি এটাই ভালোলাগার। শুধু তাই নয়, নির্মাতারা যে এখনো আমাকে নিয়ে ভাবেন, আগ্রহ নিয়ে কাজ করেন- এটাই আসলে ভালোলাগার।’

তিনি আরও বলেন, ‘শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় “বেলা ও বিকেল” নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। আমি বেলার ভূমিকায় অভিনয় করেছি। গল্পটা না হয় আপাতত নাইবা বললাম। নাটকটি প্রচারে এলেই না হয় দর্শক তা দেখতে পারবেন, জানতে পারবেন। তবে এতটুকু বলতে পারি, এ সময়ে এসে শামীমের এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ একটা চ্যালেঞ্জই বলা চলে। এজন্য বিশেষ ধন্যবাদ নির্মাতাকে।’

নির্মাতা জানান, শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি প্রচারে আসবে।