জলবায়ু পরিবর্তনে প্যাসিফিকে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি
জলবায়ু সংকটের কারণে প্যাসিফিক দ্বীপগুলোতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতির কারণে কয়েকটি দেশ জরুরি অবস্থা ঘোষণা করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করা প্যাসিফিক সিন্ড্রোমিক সার্ভেলেন্স সিস্টেম (পিএসএসএস) জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে প্যাসিফিক দ্বীপ দেশ ও অঞ্চলগুলোতে ১৬ হাজার ৫০২ জন নিশ্চিত ডেঙ্গু রোগী পাওয়া গেছে এবং ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফিজি, সামোয়া ও টোঙ্গা সবচেয়ে বেশি প্রভাবিত।
প্যাসিফিক কমিউনিটির (এসপিসি) ডেপুটি ডিরেক্টর জেনারেল ডা. পাউলা বিবিলি বলেন, ‘ঐতিহাসিকভাবে ডেঙ্গুর প্রকোপ সাধারণত ঋতুমতী হলেও, জলবায়ু পরিবর্তনের কারণে সংক্রমণের মৌসুম দীর্ঘ হচ্ছে এবং কিছু অঞ্চলে ডেঙ্গুর ঝুঁকি বছরের সকল সময়েই বেড়ে চলেছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু জ্বর হলো একটি ভাইরাল রোগ, যা ‘এডিস’ মশার মাধ্যমে ছড়ায়। এটি উচ্চ জ্বর, প্রচণ্ড মাথাব্যথা, জয়েন্ট ও পেশীর ব্যথা, দাগসহ অন্যান্য উপসর্গ সৃষ্টি করে এবং গুরুতর ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে। বায়ু ও আবহাওয়ার পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত বৃষ্টিপাত ও আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ার কারণে এডিস মশার প্রজননের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি হচ্ছে, এমনকি পূর্বে যেখানে ডেঙ্গু ছড়ানোর উপযুক্ত পরিবেশ ছিল না সেসব এলাকাতেও।
এই কারণে প্যাসিফিক দ্বীপাঞ্চলে ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনকভাবে বাড়ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস